কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে এগারোসিন্ধু এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এছাড়া আরও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্ধুর ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছায়। এসময় ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময় ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের এক বগি লাইনচ্যুত হয়েছে। এতে ইঞ্জিনের ধাক্কায় বগিতে থাকা ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে এক বগি লাইনচ্যুত ও তিনটি বগির ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বগির দরজা, জানালা, গ্লাস, উঠার সিড়ি ভেঙে গেছে।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুর নব্বী জানান, স্টেশনে ট্রেন আসার পর ট্রেনটি ইঞ্জিন ঘুরানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এবং তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে পড়ে আছে।