শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

শাকিরার ‘বিশ্বাসঘাতক’ পোস্টে কী লিখলেন মেসির স্ত্রী?

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৯

না, হঠাৎ করেই দুই বান্ধবীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়নি। প্রিয় বান্ধবীর পোস্টের সমালোচনাও করেননি লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। তিনি বরং জগদ্বিখ্যাত কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরার পোস্টে সমর্থন জানিয়েছেন। ভালোবাসার ইমোজি দিয়ে আন্তোনেল্লা রোকুজ্জো বান্ধবী শাকিরাকে বুঝিয়ে দিয়েছেন, কঠিন এই সময়টায় তিনি তার সঙ্গেই আছেন।

তা পোস্টে কী লিখেছিলেন শাকিরা? সাবেক প্রেমিক জেরার্ড পিকেকে আকারে-ইঙ্গিতে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছেন। ২০১০ বিশ্বকাপ চলাকালে হুট করেই প্রেম হয়ে যায় স্প্যানিশ ডিফেন্ডার পিকের সঙ্গে শাকিরার। সেই থেকে গত বছরের জুন পর্যন্ত একই ছাদের নিচে বসবাস করেছেন তারা। পিকে-শাকিরার জুটির দুটি সন্তানও রয়েছে। কিন্তু শাকিরার মতো সুন্দরী, দুনিয়া কাঁপানো সংগীতশিল্পী বান্ধবী থাকার পরও অন্য নারীতে আসক্ত হন পিকে। ফল, ২০২২ সালের জুনে সমঝোতার ভিত্তিতে সম্পর্ক ছিন্ন করেন তারা। ঘটনার সাত মাস পেরিয়ে গেলেও এখনো বিচ্ছেদ-বেদনা শাকিরাকে তাড়িয়ে বেড়ায়, গত ২ জানুয়ারি দেওয়া পোস্টটি তারই প্রমাণ। সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে দেওয়া পোস্টে শাকিরা লেখেন, ‘যদি নতুন বছরেও আমাদের ক্ষত তাজা থাকে, তাহলে সেই ক্ষত শুকিয়ে দিতে পারে একমাত্র সময়। কেউ যদি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলেও অন্যদের ওপর থেকে বিশ্বাস হারানো উচিত নয়।’ শাকিরার আবেগময়ী এই পোস্টে হৃদয়ের তিনটা ইমোজি দিয়ে সমর্থন জানিয়েছেন মেসির স্ত্রী।

ইত্তেফাক/জেডএইচ