বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৪২

মানিকগঞ্জের সিংগাইয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ৮৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) রাতে  সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত কমলা বেগম ওই এলাকার মৃত গোপাল খাঁর স্ত্রী।

নিহতের ছোট ভাই স্থানীয় সাংবাদিক এফএম ফজলুল হক ফজলু জানান, সন্ধ্যায় তীব্র শীতের মধ্যে তার বড় বোন কমলা বেগম ঘরে বসে আগুন পোহাচ্ছিলো। এ সময় তার মেয়ে বসিরন বেগম বাজারে মোবাইল ফোনে টাকা রির্চাজ করতে যায়। কিছুক্ষণ পর ফিরে দেখেন তার মা বাড়ির ওঠানের এক কোনায় দগ্ধ হয়ে পড়ে আছে। তখন তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

সিংগাই থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান, কাপড়ে আগুন লেগে ওই বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ইত্তেফাক/আরএজে