শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২২:২৫

রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) রাত ৮ দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। কাপ্তাই থানার ওসি জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ইসমাইল মিয়া (৪৫) ও ছেলে রিফাত (৭)। গুরুতর আহত অবস্থায় ইসমাইল মিয়ার স্ত্রী সখিনা বেগমকে (৩৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ওমর ফারুক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু’জনের মৃত্যুরবিষয় নিশ্চিত করেন।

ইত্তেফাক/পিও