শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তিন সপ্তাহ ধরে অজ্ঞান থাইল্যান্ডের রাজকুমারী

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১২:১১

থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যাওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় ধরে অজ্ঞান রয়েছেন।

থাই প্রাসাদের এক বিবৃতিতে গত শনিবার বলা হয়, রাজকুমারীর জ্ঞান এখনো ফেরেনি। রাজা মহা ভাজিরালংকর্নের বড় সন্তান বজ্রকিতিয়াভাকে থাইল্যান্ডের সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী বিবেচনা করা হয়।

থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা। সংগৃহীত ছবি

৪৪ বছর বয়সের এই রাজকুমারী মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে ১৫ ডিসেম্বর গুরুতর হার্ট অ্যারিথমিয়ার কারণে জ্ঞান হারান। এ অবস্থায় তার হৃদযন্ত্র, ফুসফুস এবং কিডনির কার্যকারিতা ঠিক রাখতে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।  তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন রাজকুমারী বজ্রকিটিয়াভা। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত ছিলেন তিনি। ফিটনেস ধরে রাখার ব্যাপারে বেশ উৎসাহী থাই এই রাজকুমারী নারী অধিকারের ক্ষেত্রেও অনেক সোচ্চার। বিশেষ করে নারী বন্দিদের জন্য বিভিন্ন সময়ে নানা পদক্ষেপের পক্ষে কথা বলেছেন তিনি। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় থাইল্যান্ডে নারী কারাবন্দি অনেক বেশি।

ইত্তেফাক/এসকে