রোববার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মঙ্গলবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ২১:০৮

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতি মাসের কর্মসূচির আওতায় মঙ্গলবার (৯ জানুয়ারি) ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে। সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবার কার্ডধারী ১ জন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করবে টিসিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যের এসব পণ্য বিক্রি ১০ জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী চলবে। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা এ কার্যক্রম পরিচালনা করবেন।

এসময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন পরিবার কার্ডধারীরা।

ইত্তেফাক/এমএএম