জার্মানির ফ্রাংকফোর্টে দেশ সাংস্কৃতিক গোষ্ঠি ও দেশ স্কুল আয়োজনে পিঠা উৎসব পালিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান ও মামুন খানের সঞ্চালনায় এ আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মিঠু কবির শুভেচ্ছা বক্তৃতা দেন এবং আগত অতিথিদের স্বাগত জানান।
আয়োজিত অনুষ্ঠানটি দেশ স্কুলের ছাত্রছাত্রীদের কেক কাঁটার মধ্য দিয়ে শুরু হয়। পাশাপাশি স্থানীয় শিল্পীদের বিভিন্ন গান পরিবেশন, হরেক রকম দেশি পিঠার পশরা সাজিয়ে এ উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন শহর থেকে বাংলাদেশিরা আসেন এবং এক আনন্দঘন সময় কাটান।