ঢাকার পর এবার বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করতে যাচ্ছে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘পুমা’। আগামী বৃহস্পতিবার (১২ জানুয়ারি) লালখান বাজার এলাকায় উদ্বোধন করা হবে পুমার চতুর্থ আউটলেট। শিল্পগ্রুপ ডিবিএলের মাধ্যমে ২০১৯ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে জার্মানভিত্তিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা।
চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত এই আউটলেটে পুমার নানা রকম ফুটওয়্যার, টি-শার্ট, পোলো শার্ট, ব্যাকপ্যাক, ট্রাভেল ব্যাগ, হ্যান্ড ব্যাগ, জ্যাকেট, ক্যাপ, ট্রাউজার, ওয়াটার বোতল ইত্যাদি পাওয়া যাবে।
এক বিবৃতিতে ডিবিএল জানায়, আন্তর্জাতিক স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের অভিজ্ঞতা দিতেই বাংলাদেশে পুমার ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসে ডিবিএল। এর আগে ঢাকার বনানী, ধানমণ্ডি ও বসুন্ধরা সিটি তে পুমার আরও তিনটি আউটলেট চালু করা হয়। এরই ধারাবাহিকতায় বন্দরনগরী চট্টগ্রামের লালখান বাজার এলাকায় চতুর্থ আউটলেট চালু করা হচ্ছে।
ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার বলেন, ঢাকার পর চট্টগ্রামের প্রাণকেন্দ্র লালখান বাজারে পুমার আউটলেট চালু করার উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত। আমরা আশাবাদী ঢাকার পর চট্টগ্রামের মানুষকেও পুমার সেরা পণ্যগুলোর অভিজ্ঞতা দিতে পারব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেটার সাকিব আল হাসান, ডিবিএল এবং পুমা’র শীর্ষ কর্মকর্তারা।