শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের দু’গ্রুপের হাতাহাতি, চেয়ার ভাঙচুর

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২০:০২

রংপুরের মিঠাপুকুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দু-গ্রুপের পৃথক কর্মসূচি চলাকালে এক গ্রুপের সভায় অপর গ্রুপ হামলা চালায়। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের পক্ষের পৃথক দুটি সভার আয়োজন করা হয়।

ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর বাসস্ট্যান্ডে ওভারপাসের নিচে এমপি পক্ষের ও উপজেলা পরিষদ চত্বরে বেগম রোকেয়া অডিটরিয়ামে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার পক্ষ পৃথকভাবে এসব কর্মসূচি পালন করছিলো। এ সময় এমপি পক্ষের নেতা-কর্মীরা বেগম রোকেয়া অডিটরিয়ামে এসে উপজেলা চেয়ারম্যান পক্ষের নেতা-কর্মীদের সভায় হামলা চালান ও চেয়ার ভাঙচুর করেন। এ সময় দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে, কেউ আহত হয়নি। এ ঘটনায় মিঠাপুকুরে রাজনৈতিক অঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

উপজেলা চেয়ারম্যান পক্ষের উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার বলেন, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতা-কর্মীরা বেগম রোকেয়া অডিটরিয়ামে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করছিলাম। হঠাৎ প্রতিপক্ষের কিছু নেতা-কর্মী এসে অনুষ্ঠান করতে বাধা দিচ্ছিলেন। তারা গালিগালাজ, হাতাহাতি করছিলো। এ পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত করতে তারা চেয়ার ভাংচুর করে।

এমপি পক্ষের উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত তার বক্তব্যে আশিকুর রহমান এমপি ও তার ছেলে রাশেক রহমানকে নিয়ে অকথ্য ভাষা ব্যবহার করেছে। এছাড়াও, এমপির মিঠাপুকুর ভবনকে নিয়ে হাওয়া ভবনের সঙ্গে তুলনা করেছে। এ কারণে কিছু নেতা-কর্মী প্রতিবাদ করতে অডিটরিয়ামে গিয়েছিল।

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় পক্ষই নিজ নিজ স্থানে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি পালন করে। বাসস্ট্যান্ড আন্ডারপাসে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য রাশেক রহমান। 

Mithapukur Photo-, Rangpur........10.01.2023

অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ মেসবাহুর রহমান, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবির টুটুল, যুবলীগ নেতা মোন্নাফ হোসেনসহ অনেকে। 

বেগম বোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার জেসমিন। এর আগে উভয় পক্ষ ঢাকা-রংপুর মহাসড়কে র‌্যালি করে।

ইত্তেফাক/পিও