জগন্নাথপুরে অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাউডার ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের ঘটনায় মামলার প্রধান আসামি সাদিকুল ইসলাম আফজালকে (৩৩) গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের জামার গাঁও গ্রামের হৌলাগড় রাজের হাওরে পালিয়ে যাওয়ার সময় জগন্নাথপুর থানা পুলিশ ও এলাকাবাসীর আফজলকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর শান্তিগঞ্জ) সার্কেল শুভাশিস ধরের নেতৃত্বে পুলিশ দল ও সোর্স দিঘলবাক জামার গাঁও গ্রামে অবস্থান নেন। গত রোববার রাতে আফজালের বাবা আখলাকুর রহমান ও ছোট ভাই আমজাদুর রহমান (২২)কে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক জিয়া উদ্দিন বাদী হয়ে বিস্ফোরক আইনে সাদিকুল ইসলাম আফজালকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সার্কেল শুভাশিস ধর ঘটনার সতত্য নিশ্চিত করেন।