দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারক ব্রাজিলের রাজধানীতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলার ঘটনায় ব্রাসিলিয়ার জননিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ডারসন তোহিসকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তোহিস কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মন্ত্রীসভায় বিচারমন্ত্রী ছিলেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা অহ, নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার (১০ জানুয়ারি) বিচারক আলেকজান্দ্রে জি মোরাইস এই আদেশ দেন। তোহিস এই মাসের শুরুতে ব্রাসিলিয়ার জননিরাপত্তা প্রধানের দায়িত্ব নেন।
তার কার্যভার গ্রহণের কয়েক দিনের মধ্যেই হাজার হাজার বোলসোনারোর সমর্থক রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন যেমন প্রেসিডেন্টের প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে অভূতপূর্ব তাণ্ডব চালায়। কী অভিযোগে তোহিসকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তোহিসও রয়টার্সের মন্তব্যের অনুরোধের সঙ্গে সঙ্গে সাড়া দেননি।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করতে পারছেন না তারা। নিরাপত্তা বাহিনী প্রধান সরকারি ভবনে হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ার পর সমালোচনার মধ্যে রোববার (৯ জানুয়ারি) তোহিসকে পদ থেকে অপসারণ করা হয়।
একইদিন এর আগে তোহিস স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের অরলান্ডোতে ছুটি কাটাচ্ছেন তিনি। বলসোনারোও এখন সেখানে আছেন।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক ব্রাসিলিয়ার একটি উচ্চবিত্ত এলাকায় তোহিসের পরিবারের বাড়িতে পুলিশকে দেখেছেন। ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, পুলিশ বেশ কিছু ব্যাগ নিয়ে চলে যায়।
সেনা সদর দফতর থেকে বলসোনারো সমর্থকদের একটি শিবির ভেঙ্গে দিয়েছে সেনারা। সেখান থেকে প্রায় দেড় হাজার আন্দোলনকারীকে আটক করে একটি জিমনেশিয়ামে রাখা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
রোববার সরকারি ভবন ভাঙচুরের আগে এখান থেকে বিক্ষোভকারীরা মিছিল বের করে। ৩০ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পর, কট্টর ডানপন্থী বলসোনারো ইলেকট্রনিক ভোটিং জালিয়াতির অভিযোগ এনেছেন।
এই অভিযোগ যদিও অপ্রমাণিত, কিন্তু তার সমর্থকরা একে কেন্দ্রবিন্দু করে সহিংস বিক্ষোভ শুরু করে। এই শিবিরে তার সমর্থকরা লুলাকে ক্ষমতাচ্যুত করার জন্য সামরিক অভ্যুত্থানের ডাক দিয়েছিল।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল পর্যন্ত ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বয়স্ক, শিশুসহ মা বা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ৫৯৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিচারক মোরাইস 'গণতন্ত্রবিরোধী' বিক্ষোভের চলমান তদন্ত পরিচালনা করছেন। মঙ্গলবার এক বক্তৃতায় তিনি অভ্যুত্থানের আহ্বানকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন।
ফেডারেল পুলিশের নতুন প্রধানের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, 'ব্রাজিলের প্রতিষ্ঠান মাথা নত করবে না এবং গণতন্ত্র বিজয়ী হবে।'