শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিখোঁজের ৬ দিন পর দুই জেলের লাশ উদ্ধার

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৭:২৮

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ হওয়ার ৬ দিন পরে দুই জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশ বুধবার সকালে দাফন করা হয়েছে।

জেলেদের সূত্রে জানা যায়, ডুবে যাওয়া জেলে ইউসুফের লাশ বুধবার (১১ জানুয়ারি) সকালে পদ্মা গ্রামের কাছে নদীর চর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। অপর জেলে বায়েজিদের লাশ সাগরের পক্ষিদিয়া চরের কাছে ভাসমান অবস্থায় কোস্টগার্ডের সহায়তায় জেলের স্বজনরা মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
 
নিহত জেলে ইউসুফের পিতা আব্দুর রহিম মোবাইল ফোনে জানান, দুই জেলের লাশ বুধবার সকালে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
 

৫ জানুয়ারি দিবাগত রাতে সুন্দরবনের কচিখালীর অদুরে বঙ্গোপসাগরের পক্ষিদিয়ার কাছে নোঙ্গর করে থাকা ট্রলার সাগরে ডুবে নিখোঁজ হয় পাথরঘাটার পদ্মা গ্রামের আব্দুর রহিমের ছেলে জেলে ইউসুফ (২৫) ও মো. আমিনের ছেলে বায়েজিদ (৩০)। ঐ দুই জেলে নিখোঁজের পরে কচিখালী কোস্টগার্ডের সদস্যরা সাগরে তল্লাশি অভিযান শুরু করে।

ইত্তেফাক/পিও