ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার (১১ জানুয়ারি) রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭০ বছর বয়সী এক আসামির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দি মানিক মিয়া গুরুতর অসুস্থ হয়ে গত কয়েকদিন ধরে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী ইসমাইল জানান, টাঙ্গাইলের মির্জাপুরের ৭০ বছর বয়সী ওই বৃদ্ধার অবস্থার অবনতি হওয়ায় তাকে বুধবার ঢামেক হাসপাতালে রেফার করা হয়। রাত ৮টা ৫ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসামি মানিককে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।