মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

তাকসিমের পক্ষে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১১:৩১

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের পক্ষে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানী কাওরানবাজারের ওয়াসা ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে যুক্তরাষ্ট্রে তাকসিমের ১৪টি বিলাসবহুল বাড়ি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়।

যুক্তরাষ্ট্রে তাকসিমের ১৪টি বাড়ি নিয়ে প্রকাশিত সংবাদকে কল্পনাপ্রসূত বলে অভিযোগ করেন তারা। এতে ওয়াসার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

প্রসঙ্গত, এর আগে দেশের একটি জাতীয় দৈনিকে ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে অভিযোগ তদন্তের আদেশ দেন। তিনি যুক্তরাষ্ট্রে দুর্নীতি করে বাড়ি করেছেন কিনা, সে বিষয়ে অনুসন্ধান করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় আদেশে।

ইত্তেফাক/এসকে