সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাঁচ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১১:৫৩

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় পাঁচ ঘণ্টা পর ফেরিসহ সবধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, একই দিন সকাল সাড়ে ১০টা থেকে নৌ-চলাচল শুরু হয়। তবে একই দিন ভোর সাড়ে ৫টা থেকে নৌযান চলাচল বন্ধ থাকে।

শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ খান জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। পরে সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়।

ইত্তেফাক/কেকে