শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিটিএস ব্যান্ড দেখতে বাড়ি ছেড়ে পালিয়েছে দুই পাকিস্তানি কিশোরী

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৪:৩৭

কোরিয়ান কে-পপের সারা বিশ্বে প্রচুর সংখ্যক ভক্ত রয়েছে। বিটিএস সবচেয়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ডগুলোর মধ্যে একটি। দুই পাকিস্তানি মেয়ে এই ব্যান্ডের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ৭ জানুয়ারি করাচির কোরাঙ্গি এলাকা থেকে ১৩ বছরের দুই পাকিস্তানি মেয়ে নিখোঁজ হয়। তাদের বাড়ি থেকে ৭৫০ মাইল দূরে  লাহোরে তাদেরকে পাওয়া গেছে। 

কোরিয়ান কে-পপের সারা বিশ্বে প্রচুর সংখ্যক ভক্ত রয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা কে-পপ ব্যান্ড বিটিএস এর সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য বাড়ি ছেড়েছিল।

কোরাংগির জেষ্ঠ্য পুলিশ সুপার আবরাইজ আলী আব্বাসী এক ভিডিও বক্তব্যে জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই দুই কিশোরীকে অপহরণ করা হয়নি। তারা স্বেচ্ছায় লাহোরে গিয়েছিলেন। তারা বিটিএস সদস্যদের সঙ্গে দেখা করতে কোরিয়া যেতে চেয়েছিল। কারণ তারা ব্যান্ডকে ভালোবাসে। 

তারা কে-পপ ব্যান্ড বিটিএস এর সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য বাড়ি ছেড়েছিল।

বাড়িতে একটি ডায়েরি থেকে পুলিশ তাদের দক্ষিণ কোরিয়া যাওয়ার পরিকল্পনার কথা জানতে পারে। ডায়েরিতে ট্রেনের সময় ও মেয়ে দুইটি অন্য বন্ধুর সঙ্গে পালিয়ে যাবে লেখা ছিল। এরপর পুলিশ ব্যাপক তল্লাশি চালায় এবং অবশেষে তাদের লাহোরে পাওয়া যায় বলে জানান আলী আব্বাসী। 

তিনি আরও জানান, ঘর থেকে পালানো মেয়েদের করাচিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। তিনি অভিভাবকদের তাদের সন্তানদের 'স্ক্রিন টাইম' নিরীক্ষণ করার জন্য অনুরোধ করেন।

ঘর থেকে পালানো মেয়েদের করাচিতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

বিশ্বজুড়েই কে-পপের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। বিটিএস সবচেয়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ডগুলোর অন্যতম।

ইত্তেফাক/ডিএস