বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সাবেক এমপি দেলোয়ার হোসেন আর নেই

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৫:৪২

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন মৃত্যবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রাজনৈতিক জীবনে ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮৩ সালে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৭ সালে সফল চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রীয় পুরস্কার পান। ১৯৯০ সালে ইউনিয়ন চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৩ সালে বরগুনা সদরে আয়লা পাতাকাটা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। এছড়াও ২০০১ সালের সংসদ সদস্য নির্বাচনে নৌকার বিদ্রোহী হয়েও জয়লাভ করেন।

সবশেষ ২০১৭ সালে বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দেলোয়ার হোসেন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও বরগুনা-১ (আমতলী, তালতলী ও বরগুনা সদর) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য।

তার মৃত্যুর খবরে গ্রামের বাড়ি বরগুনা সদরের আয়লা পাতাকাটা ইউনিয়নসহ পুরো পৌর শহরে নেমেছে শোকের ছায়া। বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকু ও পৌর মেয়র মো. কামরুল আহসান মহারাজ গভীর শোক জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় বরগুনা সার্কিট হাউস ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের গাবতলী গ্রামে দেলোয়ার হোসেন মায়ের কবরের পাশে শায়িত হবেন।

ইত্তেফাক/এসকে