লুলা দা সিলভা ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদে সাম্প্রতিক হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে দায়ী করেছেন। গত রোববার (৮ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায় বিক্ষোভকারীরা। লুলা বিশ্বাস করেন, প্রাসাদের কর্মীরা হামলায় জড়িত থাকতে পারে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, বলসোনারোর সমর্থকরা যারা প্রাসাদের ভিতরে লুকিয়ে ছিল, আক্রমণকারীদের প্রাসাদে প্রবেশ করতে সহায়তা করেছিল। কোনো প্রতিবাদ এড়াতে প্রাসাদে কর্মরত সকল কর্মীদের চিহ্নিত করা হবে।
গত রোববার বিকেলে জেইর বলসোনারোর হাজার হাজার ডানপন্থী সমর্থক ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলা চালায়। তারা দেশের জাতীয় রঙের পোশাক ও জাতীয় পতাকা পরে হামলায় অংশ নেয়।
ক্যাপিটলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের দ্বারা চালানো সহিংসতার অনুরূপভাবে এই হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ১৫০০ জনকে আটক করেছে।
হামলার বিষয়ে রাজধানী ব্রাসিলিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন লুলা দা সিলভা। তিনি বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিক্ষোভকারীরা যাতে প্রবেশ করতে পারে সেজন্য প্রেসিডেন্টের প্রাসাদ খোলা হয়েছিল। এর কারণ হলো, প্রাসাদের সামনের দরজাগুলোর কোনোটিই আমি ভাঙা হতে দেখিনি। এর মানে কেউ তাদের ঢুকতে সাহায্য করেছে।'
বামপন্থী এই নেতা জানান, সামরিক পুলিশের অনেক সদস্য হামলাকারীদের সহায়তা করেন। এছাড়া প্রেসিডেন্টের ভবনের অভ্যন্তরে থাকা অনেক সামরিক বাহিনী এই অবৈধ কর্মকাণ্ডে ইন্ধন জুগিয়েছে। এদিকে, লুলা দা সিলভা সেদিনের হামলার জন্য স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের দায়ী করেছেন।
লুলার দাবি, বলসোনারোর সাবেক আইনমন্ত্রী অ্যান্ডারসন টরেস নিরাপত্তা কর্মকর্তাকে দাঙ্গাকারীদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার নির্দেশ দিয়েছিলেন।