মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দুর্গম চরের শীতার্ত মানুষের পাশে নিক্সন চৌধুরী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২০:০৭

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদের দুর্গম চর ও নদী ভাঙন এলাকার অসহায় দরিদ্র শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।

দুর্গম চরের শীতার্ত মানুষদের শীতবস্ত্র তুলে দিচ্ছেন নিক্সন চৌধুরী। ছবি: ইত্তেফাক

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ ভবনে এবং বিকেলে একই ইউনিয়নের আদেল উদ্দিন মোল্লার কান্দি গ্রামের নদীর পাড়ে শীতবস্ত্র প্রদান করেন নিক্সন চৌধুরী। এ সময় নিক্সন চৌধুরীর ছেলে মিখাইল মুজিব চৌধুরী উপস্থিত ছিলেন।

ছবি: ইত্তেফাক

সারাদিনের এসব আয়োজনে নিক্সন চৌধুরী দুই সহস্রাধিক মানুষকে শীতবস্ত্র প্রদান করেন। এসব আয়োজনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. আরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম বাবুল, জেলা যুবলীগের সদস্য আবুল বাশার, চরমানাইর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসকে