সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১২:০৬

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝ পদ্মা নদীতে দু-একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন বলেন, সকালের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফের ফেরি চলাচল শুরু হবে। 

ইত্তেফাক/কেকে