ইজতেমা ও আখেরি মোনাজাতে অংশ নেওয়া বিভিন্ন স্থান থেকে আসা মানুষের গন্তব্যে ফেরার কারণে টঙ্গীসহ এর আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, টঙ্গীর কামারপাড়া সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী ও কালীগঞ্জ সড়কের আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু ও আশপাশের সড়ক ও মহাসড়ক এবং সংযোগ সড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। লাখ লাখ মানুষ এক সঙ্গে ইজতেমা ময়দান ত্যাগ করায় এ যানজটের সৃষ্টি হয়।
গাজীর মেট্রোপলিটনের পুলিশে উপকমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, যানজট নিরসন করতে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।
এদিকে, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুর ও টঙ্গীর সকল কারখানায় ছুটি ঘোষণা কার হয়।