বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বোলার পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তাকে ডাকা হতো ‘সুলতান অফ সুইং’। ক্রিকেটার বাবার ছেলে ক্রিকেটার হওয়ার নজির রয়েছে অনেক। তবে ওয়াসিম আকরামের ছেলে তেহমুর আকরাম ক্রিকেটার না হয়ে হয়েছেন মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ফাইটার।
সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই জানিয়েছেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘আমার ছেলে আমেরিকায় থাকে। ওই দেশে সেভাবে ক্রিকেট হয় না। যদিও আমি আমার ছেলেকে বলেছি, ও নিজের ইচ্ছা মতো জীবনযাপন করতে পারে। ও এমএমএ ফাইটার হতে চায়।’
অন্যদিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন তেহমুর আকরাম। সেখানে শরীরচর্চা করতে দেখা গেছে তাকে।
পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ১৯৯৫ সালে বিয়ে করেন হুমা মুফতিকে। তাদের তাদের দুই সন্তান তেহমুর ও আকবর। ২০০৯ সালে মারা যান হুমা মুফতি। এরপর একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান ওয়াসিম আকরাম। তবে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বান্ধবী শানিয়েরা টমসনকে বিয়ে করেন তিনি।