শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একদিনে করোনা শনাক্ত ১২

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ২১:৫৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১২ জনের। করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ৩৬৮ জন।

রবিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ দিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ০ দশমিক ৪৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭২ জন। এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮৯ হাজার ৫৭৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৫৩২টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৫২৮টি। এখন পর্যন্ত এক কোটি ৫২ লাখ ১১ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৩৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৬৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

ইত্তেফাক/এমএএম