বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে থাকা ৩ যুবককে পিষে মারলো বাস

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৩:১৭

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের চাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে থাকা ৩ যুবককে পিষে মারলো বাস। সংগৃহীত ছবি

নিহতরা হলেন, পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার (৪২), একই উপজেলার মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্র মহন্তের ছেলে সুমন চন্দ্র মহন্ত (৩৩)।

পলাশবাড়ী থানার ওসি মাসুদ রানা জানান, সকালে রংপুর-ঢাকা মহাসড়কের ওই এলাকায় দুইটি মোটরসাইকেল দাঁড় করিয়ে ৩ যুবক গল্প করছিলেন। এ সময় হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী বরকত পরিবহনের বেপরোয়া গতির একটি বাস মোটরসাইকেল দুটিসহ ওই যুবকদের চাপা দেয়। এরপর বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এতে ওই ৩ ব্যক্তি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা দেন।

ওসি মাসুদ রানা আরও জানান, বাস ও ট্রাকের চালক এবং তাদের সহকারীরা পালিয়ে গেলেও বাস এবং  ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ওই যুবকদের মৃত আবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ইত্তেফাক/এসকে