শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাশিয়া-বেলারুশের প্রতিরক্ষামূলক বিমান মহড়া

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:২৫

রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ প্রতিরক্ষামূলক বিমান মহড়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে এই মহড়া। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও বেলারুশের যৌথ মহড়া নিয়ে ইউক্রেনে আতঙ্ক বিরাজ করছে। পশ্চিমাদের আশঙ্কা, রাশিয়া কিয়েভের ওপর আবারও আক্রমণ জোরদার করতে পারে।

রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ প্রতিরক্ষামূলক বিমান মহড়ার ঘোষণা দিয়েছে।

যদিও মিনস্ক জানিয়েছে, তাদের মহড়া রক্ষণাত্মক। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। মস্কো এই হামলায় বেলারুশকে ব্যবহার করেছিল।
হামলার আগে বেলারুশের সঙ্গে বেশ কয়েকটি সামরিক মহড়া চালিয়েছিল রাশিয়া।

একটি সামরিক পর্যবেক্ষণ চ্যানেল জানিয়েছে, যুদ্ধের হেলিকপ্টার সহ সামরিক পরিবহন বিমানগুলো নতুন বছরের শুরু থেকেই বেলারুশে আসছে। আটটি যুদ্ধবিমান ও চারটি পণ্যবাহী বিমান রোববার (১৫ জানুয়ারি) রাশিয়া থেকে বেলারুশে প্রবেশ করেছে। 

যদিও মিনস্ক জানিয়েছে, তাদের মহড়া রক্ষণাত্মক।

তবে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। 

ইত্তেফাক/ডিএস