মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

হিথরো বিমানবন্দরে ইউরেনিয়াম, গ্রেপ্তার ১

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১০:৩৪

গত মাসে হিথরো বিমানবন্দরে পাওয়া একটি প্যাকেজে ইউরেনিয়ামের সন্ধান মেলায় ষাটোর্ধ একজনকে গ্রেপ্তার করেছে ব্রিটেনের পুলিশ। গত ২৯ ডিসেম্বর লন্ডনের হিথরো বিমানবন্দরে ইউরেনিয়াম থাকতে পারে এমন সন্দেহে এক যাত্রীর একটি প্যাকেজ আটক করে পুলিশ। 

রোববার (১৫ জানুয়ারি) যুক্তরাজ্য মেট্রোপলিটন পুলিশ সেটিতে ইউরেনিয়াম ছিল বলে নিশ্চিত করেছে। প্যাকেজটির সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে উত্তর পশ্চিম ইংল্যান্ডের চেশা থেকে ষাটোর্ধ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পরবর্তীতে তাকে এপ্রিল পর্যন্ত জামিনে মুক্তি দেয়া হয়।

গত মাসে হিথরো বিমানবন্দরে পাওয়া একটি প্যাকেজে ইউরেনিয়ামের সন্ধান মেলায় ষাটোর্ধ একজনকে গ্রেপ্তার করেছে ব্রিটেনের পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম কমান্ডের প্রধান রিচার্ড স্মিথ বলেন, 'গ্রেপ্তার সত্ত্বেও এখন পর্যন্ত আমরা যা জেনেছি তার ভিত্তিতে বলা যায় এই ঘটনায় জনগণের জন্য সরাসরি হুমকি হতে পারে এমন কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।' 

তবে এ নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান প্রথম এই খবর প্রকাশ করেছিল। তাদের তথ্য অনুযায়ী, প্যাকেজটি পাকিস্তান থেকে ওমান হয়ে ব্রিটেনে আসে।

মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম কমান্ডের প্রধান রিচার্ড স্মিথ

উল্লেখ্য বিদ্যুৎ উৎপাদন, বৈজ্ঞানিক গবেষণাসহ পারমাণবিক অস্ত্রের অন্যতম উপাদান হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এর মাত্রাতিরিক্ত  বিকিরণ মানুষের ক্ষতির কারণ হতে পারে।

ইত্তেফাক/ডিএস