রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি বন্ধ করে দিয়েছে ফেসবুক। সোমবার (১৬ জানুয়ারি) ফেসবুক পেজে এ ঘোষণা দেয় গণমাধ্যমটি। একটি টুইটার বার্তায় বলা হয়েছে, ফেসবুক ব্যাখ্যা ছাড়াই তাদের রাশিয়ান ভাষার পেজ বন্ধ করে দিয়েছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরটি আরও জানিয়েছে, তাদের পেজের দুই মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। এটি ফেসবুকের বৃহত্তম রাশিয়ান ভাষায় মিডিয়া পেজগুলোর মধ্যে একটি। ফেসবুকে পেজটি বন্ধ হওয়ার সঠিক কারণ জানতে আরটি ফেসবুক গ্রাহক সেবা দলের সঙ্গে যোগাযোগ করেছে।
টুইটার বার্তায় বলা হয়, 'ফেসবুকের গ্রাহক পরিষেবা দলের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি। গণমাধ্যমটির রাশিয়ান ভাষার পেজ বন্ধ কিন্তু ইংরেজি ভাষার পেজ এখনো খোলা আছে। ফেসবুকের বিরুদ্ধে 'রাজনীতিকরণ' করার অভিযোগ তুলেছে আরটি।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ফেসবুকের মূল কোম্পানি মেটা তার সমস্ত প্ল্যাটফর্ম থেকে আরটি বন্ধ করার ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার প্রায় এক বছর পর এ পদক্ষেপ নেওয়া হয়।
মেটার আন্তর্জাতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ তখন জানান, ইউক্রেনে সামরিক অভিযানের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য বেশ কয়েকটি সরকারকে রাশিয়ার রাষ্ট্র চালিত মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
গত বছরের মার্চে ফেসবুক ও তার অংশীদার ইনস্টাগ্রাম রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্ল্যাটফর্মের বিরুদ্ধে বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছিল। 'প্রতিশোধ' হিসেবে মস্কো ফেসবুক ও টুইটার পুরোপুরি বন্ধ করে দেয়। এছাড়া ইউটিউব, টিকটক ও টেলিগ্রামের মতো সামাজিক সেবাও বন্ধ রয়েছে।