সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

উপ-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৫:৫৫

দুর্নীতি দমন কমিশনে (দুদক) সহকারী পরিচালক থেকে আট কর্মকর্তাকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুদক পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষর করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। 

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— মো. জাভেদ হাবীব, মো. ইসমাইল হোসেন, তাহাসিন মুনাবীল হক, জেসমিন আক্তার, সুবেল আহমেদ, মো. তানজির হাসিব সরকার, বায়েজিদুর রহমান খান এবং শারিকা ইসলাম।

অর্গানোগ্রামে দুদকের মোট ২ হাজার ১৪৬টি কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে। বর্তমানে যার মধ্যে ১ হাজার ১৭৪ জন কর্মরত রয়েছেন বলে জানা গেছে। 

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন