মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল গ্রেফতার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৭:০৮

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাজমুল হুদাকে (৭২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৬ জানুয়ারি) বগুড়া শহরের মালগ্রাম এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।
 
র‌্যাব-১২ স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন। বগুড়া শহরের মালগ্রাম এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে আছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।’

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ও রাজাকার বাহিনীর সদস্য ছিলেন নাজমুল হুদা। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি অপহরণ, খুন, ধর্ষণ ও অন্যান্য মানবতাবিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ২০১৪ সালের ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাজমুল হুদাসহ ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল হুদাকে মৃত্যুদণ্ডের রায় দেন।

ইত্তেফাক/এএএম