বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

উপ-নির্বাচনের ৫ আসনে থাকছে না সিসি ক্যামেরা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৮:২৪

বাজেট না থাকায় পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। 

ইসি রাশেদা সুলতানা বলেন, পর্যাপ্ত বাজেট না থাকায় পাঁচ আসনের উপনির্বাচনে নিরাপত্তার কাজে সিসি ক্যামেরা থাকছে না। সিসি ক্যামেরার কোনো বাধ্যবাধকতা নেই। যদি পরবর্তী কোনো নির্বাচনে সরকার আমাদের বাজেট দেয়, তখন সিসি ক্যামেরা স্থাপন করা হবে। কিন্তু উপনির্বাচনে সিসি ক্যামেরা থাকবে না। 

নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কোনো দলকে নির্বাচনে আনা ‘হার্ড এন্ড ফাস্ট রুল আরপিও’তে কোথাও আমাদের উপর দেওয়া নেই। আমরা আহ্বান করবো, সেই ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য একটাই আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও অবাধ হয়। যেন ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে।
 
ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ৮০ আসন কাভার করার মতো ইভিএম ছিল। কিছু ইভিএম নষ্ট হয়েছে। এখনও ৬০ থেকে ৭০ আসনের নির্বাচন কাভার করার মতো মেশিন রয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান প্রমুখ। 

ইত্তেফাক/এমবি/এনএ/এমএএম