বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সীমান্তে উদ্ধার হওয়া দুই বস্তায় মিললো অর্ধকোটি টাকা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ২০:০২

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে প্রায় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধারের পর এবার মুন্সিপুর সীমান্তের জিরো পয়েন্ট থেকে অর্ধকোটি টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গরবার (১৭ জানুয়ারি) দুপুরে বিজিবি এ খবর নিশ্চিত করেছে।

মুন্সিপুর বিজিবির টহল কমান্ডার নায়েক আলাউদ্দনি জানান, গত রাতে গোপন খবর পেয়ে সীমান্তের ৯০ পিলারের কাছে গেলে দু'জন লোক দুটি বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। পরে বস্তা থেকে বাংলাদেশি ৪৯ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেলে শাহ মো. ইশতিয়াক জানান, এ বিষয়ে দামুড়হুদা থানায় মামলার পর চুয়াডাঙ্গা ট্রেজারিতে টাকাগুলো পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে দামুড়হুদার দর্শনা সীমান্তের নাস্তিপুর কবরস্থানের পাশ থেকে প্রায় কোটি টাকার স্বর্ণসহ রিমন নামে একজনকে আটক করা হয়।

ইত্তেফাক/এসকে