জার্মানির কয়লা খনিবিরোধী আন্দোলনে অংশ নিয়ে আটক হয়েছেন খ্যাতিমান সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ। গতকাল মঙ্গলবার জার্মান পুলিশ তাকে আটক করে ।
জার্মানির পশ্চিমাঞ্চলের লুজারাথ নামের গ্রামটি গত কিছুদিন ধরে সারা বিশ্বের গণমাধ্যমের খবরের শিরোনামে রয়েছে। কয়লাখনি সম্প্রসারণের জন্য জার্মান সরকার গ্রামটিকে বেছে নেওয়ার পর পরিবেশবাদীরা টানা আন্দোলন চালিয়ে আসছে লুজারাথের বাসিন্দারা। এলাকাটি থেকে লিগনাইট ধরনের কয়লা উত্তোলন করা হবে যা সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারী।
পুলিশ জানিয়েছে, গার্জউইলার-২ খনির কাছে আন্দোলন করছিল একদল বিক্ষোভকারী । এদের মধ্যে থুনবার্গও ছিলেন। তবে বিক্ষোভস্থলে কী ঘটেছিল তা জানা যায়নি। তবে একটি ভিডিওতে দেখা গেছে, থুনবার্গকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে জার্মান পুলিশ। আর থুনবার্গ হাসছেন । এছাড়া আরো কয়েক জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ । গত শুক্রবার জার্মানিতে আসেন থুনবার্গ। কারণ, গত শনিবার বড় ধরনের বিক্ষোভে অংশ নেওয়ার কথা ছিল তার। গত কয়েক দিন ধরে পুলিশ আন্দোলনকর্মীদের সরিয়ে দিতে তৎপরতা চালায়। তাদের বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয় । —বিবিসি ও ডয়চেভেলে