শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঘন ঘন লোড শেডিংয়ে দিশেহারা চিলমারীর কৃষক

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৫:৫৪

কুড়িগ্রামের চিলমারীতে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোড শেডিংয়ে ইরি-বোরোর চাষ ব্যাহত হওয়ার সম্ভাবনায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। ইরি-বোরো মৌসুমের শুরুতে লোড শেডিংয়ে জমিতে সেচ দিতে না পারায় কৃষক ইরি-বোরোর চারা রোপন করতে পারছেন না তারা।

উপজেলার বজরতবকপুর এলাকার আব্দুল কাদের জানান, গত দুদিন থেকে তিন বিঘা জমিতে সেচ দিতে না পারায় জমি তৈরি করতে পারছেন না। দিন রাত মিলে সাত ঘণ্টা বিদ্যুত পাওয়া যায় তাও আবার যাওয়া ও আসার মধ্যে থাকে।

চিলমারী পল্লী বিদ্যুতের এজিএম মো. আল হেলাল জানান, লালমনিরহাট গ্রিড পুরোটাই বন্ধ রয়েছে। কুড়িগ্রামের গ্রিড থেকে কুড়িগ্রামসহ লালমনিরহাট এলাকায় বিদ্যুত সরবরাহ করা হচ্ছে ফলে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে। লালমনিরহাট গ্রিড চালু হলে কোন সমস্যা থাকবে না।

 

ইত্তেফাক/আরএজে