মেকআপের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় পণ্য লিপস্টিক। ঠোঁটে লিপস্টিক না দিলে পুরো সাজই থেকে যায় অপূর্ণ। তবে অনেকেই লিপস্টিক ব্যবহারের সঠিক পদ্ধতি ঠিকঠাক জানেন না। তাই লিপস্টিক দেওয়ার পরও সাজ মনমতো হয় না।
- শীতে লিপস্টিক দেওয়ার আগে ঠোঁট প্রস্তুত করতে হবে। এই সময় ঠোঁট শুষ্ক হয়ে থাকে। সেজন্য নরম টুথব্রাশ দিয়ে ঠোট ভালোভাবে এক্সফোলিয়েট করতে হবে। এভাবে ঠোঁটের ওপর জমে থাকা মৃত কোষ উঠে আসবে।
- ঠোঁটের মৃত কোষ সরানোর পাশাপাশি লিপ-বাম দিয়ে ঠোটকে হাইড্রেটেড করতে হবে। লিপবামের জায়গায় লিপ প্রাইমারও ব্যবহার করা যেতে পারে।
- অসম ঠোঁট যাদের, তারা লিপস্টিক দেওয়ার আগে কনসিলার শেড বাছাই করুন। ফ্ল্যাট ব্রাশ দিয়ে তা ড্যাব করুন। ঠোঁটে বেজ সিল করার পর ওপরে কম্প্যাক্ট দিন। এভাবে সাজ যেমন হবে পূর্ণাঙ্গ তেমনি লিপস্টিকের রঙ হবে দীর্ঘস্থায়ী।
- লিপ লাইনার দিয়ে স্বাভাবিক ঠোটের রেখা গোছালো করুন। এভাবে লিপস্টিক দেওয়ার পর ঠোঁটের আকৃতি স্পষ্ট হবে।
- অতিরিক্ত শুষ্ক ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহার না করাই ভালো। কারণ ম্যাট লিপস্টিক ঠোট আরও বেশি শুষ্ক করে দেয়।
- পাতলা ঠোঁটে খুব গাঢ় রঙ ব্যবহার না করাই ভালো। কারণ গাঢ় রঙে পাতলা ঠোঁট আরও ছোট দেখায়।