বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

হোস্টেল থেকে ইন্টার্ন চিকিৎসকের লাশ উদ্ধার, পাশে চিরকুট

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১২:২৪

কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) হোস্টেল থেকে মিনহাজ উল করীম ভূঁইয়া নামের ২৪তম ব্যাচের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইন্টার্ন চিকিৎসক হিসেবে হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া গেছে।

বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি জানিয়েছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা।

নিহত মিনহাজ চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা। তিনি কুমিল্লা মেডিকেল কলেজের ২৪ ব্যাচের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। ধারনা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মিনহাজ আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

কোতয়ালি মডেল থানার পরিদর্শক ত্রিনাথ জানান, চিকিৎসকের কক্ষে একটি চিরকুটও পাওয়া গেছে। এতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য আমি ছাড়া কেউ দায়ী না।’

ইত্তেফাক/এসকে