রাজধানীর কামরাঙ্গীরচরে একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, বেলা পৌনে ১২টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। মহুর্তেই চারটি মেশিনসহ কারখানা সেটিতে আগুনে পুড়তে থাকে। এলাকাবাসী ফায়ারসার্ভিসে ফোন দিলে ২০ মিনিটের মধ্যে লালবাগ ও চাকবাজার ফায়ারসার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কামরাঙ্গীরচর থানার পুলিশ।
পুলিশ ও ফায়ারসার্ভিস জানায়, কারখানাটিতে কোনো ফায়ারসার্ভিসের লাইসেন্স ছিল না। কারখানাটি অবৈধভাবেই চলছিল।