শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বরিশালে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৫:৩০

বরিশালের বানারীপাড়া পৌর এলাকাসহ সলিয়া বাকপুর এবং সদর ইউনিয়নের মাছরং, আজালিয়া গ্রামে বেশ কিছুদিন ধরে দুটো মুখপোড়া হনুমানের অবাধ বিচরণ করছে।

স্থানীয়রা হনুমান দুটিকে খাবার দিলে শান্তভাবে নিয়ে যাচ্ছে। হনুমান দুটি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় বিচরণ করছে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষক কৃষ্ণকান্ত বলেন, আমার বাড়িতে এরা প্রায়ই আসে। আমরা খাবার দেই। হনুমান দুটিকে যদি পুনর্বাসন করা যায় তাহলে ভালো হবে। লোকজন যে খাবার ছিটিয়ে দেয় তাতেই ওদের খিদে মিটে যায়।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, কয়েক দিন ধরে এলাকায় এদের দেখা যাচ্ছে। হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। ওরা এখন পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেছে এমন তথ্য পাওয়া যায়নি। তবে কেউ কেউ এদের উত্ত্যক্ত করলে মাঝে মধ্যে হাত ও পা ছড়িয়ে ভয় দেখায়।  

পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল বলেন, পৌরসভার পরিষদবর্গের সঙ্গে বসে হনুমান দুটির ব্যাপারে ব্যবস্থা নেবো।

ইত্তেফাক/আরএজে