শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ।
বুধবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর ধানমণ্ডিসহ বিভিন্ন পয়েন্টে প্রায় ২ হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এসময় ডিবি প্রধান বলেন, পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি শীতের তীব্রতা বেড়েছে। অসহায় মানুষসহ পথশিশুদের কষ্ট হচ্ছে। তাদের কষ্ট লাঘবের জন্য কম্বল ও শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। এই প্রচেষ্টায় যদি মানুষের সামান্য উপকার হয় তাতেই আমাদের সার্থকতা। শুধু আমরাই না, সমাজের সকল মানুষেরই উচিৎ এই মানুষের পাশে দাঁড়ানো।
এসময় রাজধানীর বিভিন্ন বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।