বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের ইফতেখার আহমেদ।
বিপিএলের নবম আসরের ১৮তম ম্যাচে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে পঞ্চম উইকেটে ৮৬ বলে অবিচ্ছিন্ন ১৯২ রান যোগ করেন সাকিব-ইফতেখার। যা বিপিএলে পঞ্চম উইকেট জুটিতে নতুন রেকর্ড।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজের চাঁদউইক ওয়ালটন। ২০২২ সালে মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে পঞ্চম উইকেটে মিরাজ-ওয়ালটনের ১১৫ রান ছিল এতদিন সর্বোচ্চ।