যৌন হয়রানির অভিযোগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার দানি আলভেজকে শুক্রবার (২০ জানুয়ারি) স্পেনের কাতালুনিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। আর তাই আলভেজের সঙ্গে চুক্তি বাতিল করেছে মেক্সিকোর ক্লাব পুমাস ইউএনএএম।
গত বছরের ৩০ ডিসেম্বর আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পেয়েছিল কাতালান পুলিশ। এক নারী অভিযোগ করেছিলেন ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে তাকে যৌন হয়রানি করে আলভেজ। সেই অভিযোগের ভিত্তিতে বার্সেলোনার সাবেক তারকা ফুটবলারকে শুক্রবার (২০ জানুয়ারি) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়ার পর আলভেজের সঙ্গে চুক্তি বাতিল তার ক্লাব পুমাস ইউএনএএম। এক বিবৃতিতে ক্লাবের সভাপতি লিওপোলদো সিলভা বলেন, 'ক্লাবের চেতনা ও মূল্যবোধের বিপক্ষে যায় এমন কোনো কাজ ক্লাবের কোনো ফুটবলাররা করলে তা মেনে নেয়া হবে না।'
সূত্র: গোলডট কম