মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

চোর সন্দেহে স্কুলছাত্রকে নির্যাতন, সেই মুরগি দোকানী আটক

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ২১:৫০

মাগুরার শালিখার ছান্দড়া গ্রামে চুরি অপবাদে সজিব (১৩) নামে এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ হাসান নামে দোকান মালিক এক ব্যক্তিকে আটক করেছে।

আহত স্কুল ছাত্র সজিবকে শালিখা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্র সজিবকে শুক্রবার (২০ জানুয়ারি) মুরগির দোকানে চুরির সঙ্গে জড়িত সন্দেহে মুরগি বিক্রেতা হাসান আটকে রেখে পায়ে পেরেক বিঁধে নির্যাতন করে। 

খবর পেয়ে শালিখা থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার পায়ে পেরেক ঢুকিয়ে আহত করেছে অভিযোগ করা হলেও পুলিশ বলছে তাকে কাঠের বাটাম দিয়ে আঘাত করে আহত করেছে। তবে উক্ত ছাত্রের বিরুদ্ধে আগেও চুরির অভিযোগ ছিলো।
 
শালিখার থানার ওসি বিশারুল ইসলাম জানান, তার পায়ে কোনো পেরেক ঢোকানো হয়নি। কাঠের বাটাম দিয়ে আঘাত করেছে। পুলিশ উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। একজনকে আটক করা হয়েছে। থানায় কেউ এখনো পর্যন্ত মামলা দায়ের করেনি। 

ইত্তেফাক/পিও