শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গাজীপুরে বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১২:৪৭

বাৎসরিক হাজিরা বোনাসের দাবিতে রোববার (২২ জানুয়ারি) সকালে থেকে গাজীপুরে সড়ক অববোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

অবরোধের কারণে জয়দেবপুর ও শিমুলতলী সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বছেরর বাৎসরিক হাজিরা বোনাস দাবিতে এবং প্রশাসনিক কর্মকর্তার দুর্ব্যবহারের প্রতিবাদে রোববার সকাল ৯টার দিকে জয়দেবপুর ও শিমুলতলী সড়কের গাজীপুর মহানগরীর বিলাশপুরের বটতলা এলাকা ইমন ফ্যাশনের শ্রমিকরা কারখানার সামনে সড়ক বিভোগ করে শ্রমিকরা। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে রাখে এবং গাড়ি ভাঙচুর করে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক ঘণ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. জিয়াউল ইসলাম জানান, মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। যাবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/আরএজে