বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিসিবির কেন্দ্রীয় চুক্তি বাদ পড়ল জয়-রাব্বি, ঢুকল জাকির ও হাসান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৪:০১

চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে তিন ফরম্যাটের জন্য ৬ টি ভিন্ন ক্যাটাগরিতে জায়গা পেয়েছে ২১ জন খেলোয়াড়। গতকাল শনিবার এক বিবৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে বিসিবি।

এবার লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ—এই চার ক্রিকেটার আছেন তিন ফরম্যাটের চুক্তিতেই। আগের বার এই তালিকায় ছিলেন পাঁচ ক্রিকেটার। এছাড়া মুশফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ায় এবার তিনি বোর্ডের টেস্ট ও ওয়ানডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন। তামিম ইকবালকেও এ দুটি সংস্করণের চুক্তিতে রাখা হয়েছে। নুরুল হাসান ও নাজমুল হোসেন আছেন টেস্টের চুক্তিতে। শুধু ওয়ানডের চুক্তিতে আছেন মাহমুদউল্লাহ। শরীফুল আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে। এদিকে সাদমান ইসলাম, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাইম শেখ; এই চার ক্রিকেটার বাদ পড়েছেন এবার। তবে তাদের শূন্যস্থানে হাসান মাহমুদ ও জাকির হাসান এবারই প্রথম বারের মতো কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন। পেসার হাসানকে টি-টোয়েন্টি ও জাকিরকে টেস্টের চুক্তিতে রাখা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন পেসার খালেদ আহমেদ ও মোসাদ্দেক হোসেনও। সব মিলিয়ে টেস্টের চুক্তিতে এবার রাখা হয়েছে ১৩ ক্রিকেটারকে। গতবার এই চুক্তিতে ছিলেন ১৪ জন। ওয়ানডের চুক্তিতে আছেন ১০ জন এবং টি-টোয়েন্টির চুক্তিতে আছেন ১৩ ক্রিকেটার।

ইত্তেফাক/এসএস