রাজধানীর ভাটায়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। রোববার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ভাটারা থানার প্রগতি সরণি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোসাম্মদ নাদিয়া (২৩)। সে নর্দান ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা খাতুন জানান, রোববার দুপুরে নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেল যোগে ভাটারার প্রগতি সরণী এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার বন্ধু অক্ষত আছেন।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।