শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: থাইল্যান্ডে পর্যটক বাড়লেও 'আগের মতো' নেই 

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১২:০৩

প্রাণঘাতী করোনা ভাইরাসের নানা বিধিনিষেধ ইতোমধ্যে তুলে নিয়ে থাইল্যান্ড। পর্যটকদের জন্য দেশটির দরজা অনেক আগেই খুলে দিয়েছে। এই নিয়ে দেশটিতে গত বছর পর্যটকের সংখ্যাও বেশ বেড়েছে। তবে করোনা ভাইরাস প্রকোপ ছড়িয়ে পড়ার আগে যে সংখ্যক পর্যটক আসতো সেই তুলনায় সেই সংখ্যা এখন কম বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। খবর বিবিসির।

প্রাণঘাতী করোনা ভাইরাসের নানা বিধিনিষেধ ইতোমধ্যে তুলে নিয়ে থাইল্যান্ড।

খবরে বলা হয়েছে, দেশটিতে ২০২২ সালে পর্যটক এসেছেন এক কোটি ১৮ লাখ ১০ জন। এর আগের বছর এই সংখ্যা ছিল কেবল চার লাখ। দেশটির পর্যটন কর্তৃপক্ষ আশা করছে, চলতি বছর পর্যটকের সংখ্যা আড়াই কোটি হতে পারে। 

দেশটিতে ২০২২ সালে পর্যটক এসেছেন এক কোটি ১৮ লাখ ১০ জন।

তবে দেশটিতে করোনা হানার আগে যে পর্যটক আসতো সেই তুলনাই এই সংখ্যা নেহাত কম। ২০১৯ সালে দেশটিতে পর্যটক এসেছিল তিন কোটি ৯৮ লাখ। থাইল্যান্ড ২০২৭ সালে ৮ কোটি পর্যটকের লক্ষ্য নির্ধারণ করেছে। 

তবে দেশটিতে করোনা হানার আগে যে পর্যটক আসতো সেই তুলনাই এই সংখ্যা নেহাত কম।

দেশটির জিডিপিতে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০১৯ সালে দেশটিতে জিডিপিতে ১০ শতাংশেরও বেশি ছিল পর্যটন রাজস্ব। করোনার কারণে ২০২১ সালে তা দাঁড়ায় ১ শতাংশ।

ইত্তেফাক/ডিএস