যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২৩ জানুয়ারি) এক বন্দুকধারী গুলি চালিয়ে সাতজনকে হত্যা করে। ইতোমধ্যে হামলাকারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
দেশটিতে গত দুইদিন আগে আরেক বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার এই হামলা হলো।
এএফপি বলছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের দক্ষিণে অবস্থিত খামারে দু’টি গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-তে গোলাগুলির বিষয়ে সান মাতেও কাউন্টি শেরিফ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে। এখন ওই এলাকার বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই।’