কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ড. খলিলুর রহমানের শারীরিক লাঞ্ছিত ঘটনার মামলা খারিজ করে দিয়েছেন দেশটির আদালত।
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালী (বাকাওভ)সংগঠনের আয়োজিত লাক ফিলিপ পার্কে এক পিকনিকে অতিথি হয়ে যান হাইকমিশনার খলিলুর রহমান। অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা পর বাংলাদেশ হাইকমিশনের সাবেক ক্ষুব্ধ কর্মচারী ইউসুফ তার ওপর শারীরিকভাবে আক্রমণ করেন বলে অভিযোগ করা হয়। পরে কুইবেকের ডি কুলিন্স পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একটি মামলা দায়ের করে। পরে মামলাটি ক্রাউন অ্যার্টনির কাছে পাঠানো হয়।