হারে জর্জরিত ঢাকা ডমিনেটর্স, জয়ে ফেরার তাড়না নাসির হোসেনের দলের সামনে। অন্যদিকে, হারের বৃত্ত থেকে বেরিয়ে জয় পাওয়া খুলনা টাইগার্স চাই সেই ধারাবাহিকতা ধরে রাখতে। টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে ঢাকার বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হয় খুলনা টাইগার্স আর ঢাকা ডমিনেটর্স। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি।
প্রথম তিন ম্যাচে টানা হারের পর দুই ম্যাচ জিতে অনেকটা স্বস্তিতে রয়েছে খুলনা। আজ ঢাকার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তামিম ইকবালের দল।
অন্যদিকে, প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় হারে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে গেছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। আসরে টিকে থাকতে হলে খুলনার বিপক্ষে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না রাজধানীর দলটি।