বুধবার, ৩১ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

খুলনার বিপক্ষে ১০৮ রানেই থামলো ঢাকা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২০:৩৮

প্রথম ম্যাচে হারের পর টানা ৬ ম্যাচে হার, আজ খুলনা টাইগার্সের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ভাবার উপায় ছিলো না ঢাকা ডমিনেটর্সের। তবে প্রথমে ব্যাট করে খুলনার বিপক্ষে খুব বেশি ভালো করতে পারেনি ঢাকার ব্যাটাররা। এক সৌম্য সরকারের ফিফটিতে ভর করে ১০৮ রান তুলেই অল আউট হয়ে গেছে ঢাকা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হয় খুলনা টাইগার্স আর ঢাকা ডমিনেটর্স। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক ইয়াসির আলি রাব্বি। 

ঢাকার ৮ ব্যাটসম্যানই ফিরেছেন দুই অংক ছোঁয়ার আগেই। ঢাকা ডমিনেটর্সের রান ১০০ পেরিয়েছে ওপেনার সৌম্য সরকারের কল্যাণে। ৪৫ বলে ৫৭ রান করে ঢাকার রানকে সম্মানজনক স্থানে নিয়ে গেছে সৌম্য। এছাড়া তাসকিন আহমেদ ১২ আর আল-আমিন হোসেন ১০ রান করে ছুঁয়েছেন দুই অংক। 

খুলনার হয়ে ৪ ওভারে ৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন নাহিদুল। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন নাসুম। খুলনা টাইগার্সের বোলিং তোপে পড়ে ইনিংসের ২ বল বাকি থাকতেই ১০৮ রানে অলআউট হয়েছে ঢাকা।

ইত্তেফাক/এসএস