মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাদারীপুরে কবিতা উৎসব অনুষ্ঠিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১১:২১

মাদারীপুর উৎসব ২০২৩ উপলক্ষে শিবচর উপজেলায় কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে আমন্ত্রিত অতিথি ঢাকার কবি ও স্থানীয় কবিরা মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি করেন।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চৌধুরী ফিরোজা বেগম শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে কবিতা উৎসবে প্রধান অতিথি  ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি বিমল গুহ। 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে ও সেলিনা আক্তারের সঞ্চালনায় শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, কবি তপন বাগচি, বাবুল আশরাফসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরএজে